২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভিটামিন এ খাওয়াবে ডিএসসিসি

-

আগামী ১৪ জুলাই ডিএসসিসি এলাকায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ক্যাপসুল খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত বুধবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত অ্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভায় এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল শেখ সালাহউদ্দিন।
সভায় জানানো হয়, ১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। ডিএসসিসি এলাকায় ১৪৮৭টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ২ হাজার ৯৭৪ সেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার তত্ত্বাবধায়ন করবেন। আগামী ১৪ জুলাই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৪৫ হাজার ২৯২ শিশুকে নীল ক্যাপসুল ও ৩ লাখ ১১ হাজার ৮২৫ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ-এর অভাবে রাতকানা, ডায়রিয়া, হাম ও মারাত্মক অপুষ্টিসহ নানা রোগে আক্তান্ত হয় শিশুরা। তাই প্রতিবছর জাতীয়ভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।


আরো সংবাদ



premium cement